আবাস যোজনায় দুর্নীতি রুখতে এবার কড়া রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় যাতে গরমিল না হয়, সেটা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পরীক্ষাপদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
শুক্রবার নবান্নে রাজ্যের কুড়িটি দফতরের সচিব, জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, আবাস যোজনায় তালিকা তৈরিতে ত্রিস্তরীয় পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। প্রথম স্তরে সম্ভাব্য সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন আইসিডিএস এবং আশা কর্মীরা। তাঁদের রিপোর্টের ভিত্তিতে প্রথম স্তরে বাছাই করা হবে। দ্বিতীয় স্তরে সম্ভাব্য সুবিধাপ্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন স্থানীয় থানার ওসিরা। তৃতীয় এবং সর্বোচ্চ স্তরে খোদ জেলাশাসককে বলা হয়েছে সুবিধাভোগীরা যোগ্য কিনা সেটা যেন সরেজমিনে খতিয়ে দেখা হয়। এই প্রক্রিয়ার মধ্যেই এবার পুলিশকেও ঢোকানো হয়েছে। এর বাইরেও প্রতিটি মহকুমা শাসকের অফিসে আলাদা করে কন্ট্রোল রুম খোলা হবে। সেই কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে এই প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হবে।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আগামী একমাসের মধ্যে গোটা রাজ্যে ১১ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করবে সরকার। যাঁরা সরকারের থেকে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। এই প্রকল্পে মোট সাড়ে ১৩ হাজার কোটি টাকা খরচ হবে।