অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। আগামী ২৬ এপ্রিল রয়েছে তৃতীয় দফার ভোট। তার আগে রাজ্যে আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
জানা গিয়েছে, প্রথম দফা ভোটের আগে রাজ্যে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। মোট ৩০৩ কোম্পানি বাহিনী দ্বিতীয় দফা ভোটে বিভিন্ন বুথে মোতায়েন থাকবে।
ভোট শুরুর আগেই কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করে কমিশন।
এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। বারাসত,বনগাঁ,বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা মিলিয়ে ওই জেলায় মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর।