ব্রেকিং নিউজ রাজ্য

এবার পুরোহিত ভাতা ঘোষণা

ইমাম ভাতার পর এবার পুরোহিত ভাতা। এবার পুরোহিতদেরও ভাতা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে ভাতা বাবদ পুরোহিতদের ১,০০০ টাকা করে দেওয়া হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেল, ২০২১ সালের নির্বাচনের দিকে তাকিয়েই কী এই ঘোষণা?‌
এদিন তিনি জানান, পুজোর মাস থেকে পুরোহিতদের ভাতা দেওয়া হবে। রাজ্যে প্রায় ৮ হাজার দরিদ্র পুরোহিতকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ভাতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার পুরোহিত আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে আর্থিক সহায়তা হিসেবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভবিষ্যতে আরও নাম জমা পড়লে তা বিবেচনা করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন কল্পতরু হয়ে উঠে জানান, মাসিক হাজার টাকার পাশাপাশি বাংলা আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে। কোলাঘাটে ইতিমধ্যে সনাতন পুরোহিতদের জন্য জমি দেওয়া হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা মমতার মুখ দিয়ে হলেও আদপে এটা পিকে–র মস্তিষ্কপ্রসূত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, ইমাম–মোয়াজ্জনদের ভাতা দেওয়া নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছিল বিজেপি। পুরোহিতদের সংগঠনগুলিও সরকারের উপরে এই নিয়ে চাপ দিচ্ছিল। এইসব দিক খতিয়ে দেখে বিধানসভা ভোটের আগে চাল দিলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের আগে কলকাতার রাণী রাসমণি অ্যাভিনিউতে পুরোহিত সম্মেলন করেছিল তৃণমূল। সেখানেই পুরোহিতদের জন্য ভাতার দাবিকে সমর্থন করেছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। তবে মতুয়াদের মন রাখতে এদিন মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গঠনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।