ভ্যাপসা গরমে অতিষ্ট পদ্মাপারের মানুষজন। বৃষ্টি এসেও আসছে না। জুন মাসের শুরুতে বেশ দাপট ছিল মৌসুমি বায়ুর। ফলে ২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে জুন মাসে। ১৭ জুন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল কক্সবাজারে, ২৫৩ মিলিমিটার। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও তার মাত্রা বেশি ছিল ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে।
তবে জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক বা ৫২৩ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। শনিবার এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন প্রশ্ন দেখা দিচ্ছে, জুলাই মাসের শুরুতে বৃষ্টি কম হচ্ছে কেন? শনিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর, স্বাভাবিক বৃষ্টি মানে যা উল্লেখ করা হয়েছে, সেটাই হবে। আর স্বাভাবিক বৃষ্টি মানে দেশের সব এলাকায় একই ধরনের বৃষ্টি হবে। এখন যে অবস্থা, এতে দু–এক দিন আবহাওয়া এমনই আচরণ করতে পারে।
রবিবার ৫ জুলাই থেকে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠতে পারে। তাই সাগরে মেঘমালা সৃষ্টি হবে। মেঘমালার প্রভাব উপকূল পড়তে পারে দু–এক দিন পর। অর্থাৎ ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে।বৃষ্টির কারণে বন্যা হবে না। তবে যেসব এলাকায় এখন বন্যা দেখা দিয়েছে, তার স্থায়িত্ব একটু দীর্ঘ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা–খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া–সহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে।