দেশ লিড নিউজ

আজই অধিবেশন শেষ করতে চায় সরকার

কৃষি–বিল নিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তারই প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার অনশনের কথা ঘোষণা করেছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। বুধবার সকালে সেই নাটকীয় একদিনের অনশন ভঙ্গ করলেন তিনি। তাতে জাতীয় রাজনীতিতে ন্যূনতম প্রভাব পড়ল না।
অথচ তিনটি বিতর্কিত কৃষি–বিল পাশ করিয়ে নেওয়ার পর করোনা উদ্বেগের দোহাই দিয়ে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভার অধিবেশন চলার কথা ছিল ১ অক্টোবর পর্যন্ত। এদিন লোকসভার অধিবেশনও বিকেল ৩টের বদলে সন্ধে ৬টায় শুরু হবে।
জানা গিয়েছে, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ রাজ্যসভার সাংসদ হিসেবে সম্ভবত তাঁর শেষ ভাষণটিই দিলেন মঙ্গলবার। সংসদের উচ্চকক্ষে আর মাত্র পাঁচ মাস বাকি তাঁর কার্যকাল। বিদায় লগ্নে মার্জিত এবং পরিশীলিত ধাঁচে হলেও তীব্র আক্রমণে বিদ্ধ করলেন সরকারপক্ষকে। তারপর থেকে বিরোধী দলের সব সাংসদরা বয়কট করে রাজ্যসভা এবং লোকসভা।
ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করে প্রবীণ এই সাংসদ বলেন, ‘‌আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন সংসদে বিরোধী দলনেতা ছিলেন সুষমা স্বরাজ, অরুণ জেটলিরা। কথা বলতে তাঁদের কোনওদিন বাধা দেওয়া হয়নি৷ এখন পরিস্থিতি পাল্টেছে। সময়ের অভাবের কথা বলে বিরোধী দলনেতাদেরও কথা বলার সময় মেপে দেওয়া হচ্ছে! গণতন্ত্রের এটাও একটা নতুন স্বরূপ।’‌
এদিন সরাসরি বিরোধীদের দাবি–দাওয়ার বিষয়ে গুলাম নবি আজাদ বলেন, ‘‌সরকার বিল পাশ করার পরে কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হল। তার মানে কী?‌ সরকার এখন বলছে এক দেশ–এক বাজার, আগে বলেছে এক দেশ–এক রেশন কার্ড, এক দেশ–এক কর৷ এবার এক দেশ–এক রাজনৈতিক দল না হলেই হল!’‌