মৌসুমি বায়ুর আগমনের ফলে আগামী ২–৩ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এমনকী জারি করা হল হলুদ সতর্কতাও। আবার বাংলায় বর্ষার আগমনের সঙ্গেই ঘূর্ণিঝড়ের ‘গুলাব’–এর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের এখনও সঠিক অবস্থান, গতি প্রকৃতি সম্পর্কে কিছুই জানা যায়নি। সদ্য ঘূর্ণিঝড় ইয়াস সামলে উঠেছে বাংলা ও ওড়িশা। তার আগে আমফান ধ্বংস করে দিয়ে গিয়েছে। এবার গুলাব ঘূর্ণিঝড়ের কথা শুনে সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মানুষজন।
রবিবার থেকে শুরু হয়ে আগামী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের বেশকিছু জেলায়। ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে ১৪ জুন অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে রবিবারেও বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।