দেশ লিড নিউজ

দেশে প্রবেশ করল বর্ষা

অবশেষে দেশে প্রবেশ করল বর্ষা। কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের ঘোষণা করেছে ভারতীয় আবহাওয়া দফতর।
সাধারণত প্রতি বছর ১ জুন কেরলে প্রবেশ করে থাকে বর্ষা। তবে এবার ৭ দিন দেরিতে ঢুকল বর্ষা। বাংলাতেও বর্ষার আগমণ ঘটতে বেশি দেরি নেই।

৮ জুন, বৃহস্পতিবার দেশে প্রবেশ করল বর্ষা।এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে আবহাওয়া দফতর। অবশ্য আইএমডি আগেই জানিয়েছিল, এবার বর্ষা দেরিতে প্রবেশ করবে দেশে। তবে তারা পূর্বাভাসে জানিয়েছিল, ১ জুনের বদলে ৪ জুন বর্ষার আগমন ঘটতে পারে। তবে আরব সাগরে ঘূর্ণিঝড়ের জেরে ৪ জুনও বর্ষার আগমন ঘটেনি দেশে। শেষে বৃহস্পতিবার মৌসুমী বায়ু প্রবেশ করল।

আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য আরব সাগরের কিছু অংশ, সমগ্র লাক্ষাদ্বীপ এলাকা, কেরলের বেশিরভাগ অংশ, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ অংশ, কমোরিন এলাকার অবশিষ্ট অংশ, মান্নার উপসাগর এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। তবে বর্ষা প্রবেশ করলেও আপাতত মৌসুমী বায়ুর প্রভাব কম থাকবে।

কেরলে বর্ষা ঢোকায়, বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ রাজ্যে কবে বর্ষা আসবে সে নিয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিস কোনও সদুত্তর দিতে পারেনি।