ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য

রাজ্য পুলিশের শীর্ষ পদে বদল। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস মনোজ মালব্য। শেষ মুহূর্তে কেন্দ্রের সবুজ সংকেত পেয়ে তিনি মঙ্গলবার থেকেই দায়িত্বভার গ্রহণ করলেন। আজ ৩১ আগস্ট রাজ্যের বর্তমান ডিজি বীরেন্দ্রর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। ফলে সেপ্টেম্বর মাস থেকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে নতুন ডিরেক্টর জেনারেলকেই কার্যভার নিতে হতো। মঙ্গলবার সেই দায়িত্ব নিয়েছেন মনোজ মালব্য।

নিয়ম অনুযায়ী, কেন্দ্রের অনুমোদনক্রমে রাজ্য পুলিশে নতুন ডিজি নিয়োগ করে রাজ্য সরকারই। সেইমতো রাজ্যের ডিজি বীরেন্দ্রর অবসরের সময় এগিয়ে আসতেই কেন্দ্রের কাছে নতুন ডিজি নিয়োগের জন্য নামপ্রস্তাব পাঠানো হয়। নবান্ন সূত্রে খবর, ছ’জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম ছিল রাজ্যের বর্তমান ডিজি ও আইজিপি (সংগঠন) মনোজ মালব্য, সুমনবালা সাহু, নীরজ নয়ন পাণ্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিং এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়ের।

ডিজি বীরেন্দ্রর জায়গায় রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকে কোন আইপিএস অফিসার দায়িত্ব নিচ্ছেন, সেদিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত না মেলায় বিষয়টি খানিকটা দোলাচলে ছিল।

১৯৮৬ সালের আইপিএস ব্যাচের আধিকারিক মনোজ মালব্য। প্রত্যেককেই এই পদের জন্য যোগ্য মনে করে তালিকা পাঠানো হয়েছিল। তবে মনোজ মালব্যর নাম নিয়ে জল্পনা ছড়িয়েছিল আগেই। মঙ্গলবার বিকেলে বোঝা গেল, ওয়াকিবহাল মহলের ধারণা সত্যি করে মনোজ মালব্যরই পদোন্নতি হল। রাজ্য পুলিশের ডিজি পদে স্থলাভিষিক্ত হলেন আইপিএস মালব্য।