ব্রেকিং নিউজ রাজ্য

হাইকোর্ট তলব করল ডিজি–কে

একদিন আগেই রাজ্যের নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন মনোজ মালব্য। তারই মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই খবরে তোলপাড় হযে গিয়েছে রাজ্য–রাজনীতি। আদালত সূত্রে খবর, বিভিন্ন মামলায় রাজ্যের আইনজীবী হাজির না থাকায় ক্ষুব্ধ হাইকোর্ট। জনস্বার্থ মামলা এবং চিটফান্ডের মামলায় সরকারি কৌঁসুলি হাজির না থাকায় বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে খবর।

একটি চিটফান্ডের মামলায় বারংবার ডেকেও পুলিশের তরফে কৌঁসুলি না আসায় রাজ্য পুলিশের ডিজি–কে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল আদালত। আগামী ২১ সেপ্টেম্বর তাঁকে হাজির হতে বলা হয়েছে এবং জানাতে হবে, কেন থাকছেন না তাঁদের প্রতিনিধি। ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের অফিসার ছিলেন মনোজ মালব্য। গত কয়েক বছরে ডিজি, আইডিপি (‌অর্গানাইজেশন)‌–এর দায়িত্ব সামলে আসছিলেন তিনি।

রাজ্য সরকারের পক্ষ থেকে যে তালিকা পাঠানো হয়, তাতে অনেকের নাম থাকলেও তা চূড়ান্ত করা হয়নি। ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন অফিসারদের নামের তালিকা পাঠানো হয়। ইউপিএসসি-র বৈঠক না করার পিছনে তৈরি হয় রাজনৈতিক জল্পনা।এইভাবে দায়িত্ব গ্রহণের পরই আদালতে হাজিরার নির্দেশের মুখে পড়তে হবে তাঁকে, সে ঘটনা একেবারেই নজিরবিহীন।

উল্লেখ্য, রিয়েল সানরাইজ কেমটেক লিমিটেড ও সানপ্ল্যান্ট অ্যাগ্রো লিমিটেড—এই দুটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই সংক্রান্ত মামলায় রাজ্যের আইনজীবী হাজির না থাকায় ক্ষুব্ধ হাইকোর্ট।