ভারতেও এবার পাওয়া গেল মাঙ্কিপক্সের উপস্থিতি। আক্রান্তের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। সেখানেই নিশ্চিত করে যে ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গেছে। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে, করোনার মতো এত ভয়ঙ্কর অতিমারীর আশঙ্কা নেই এই ভাইরাস থেকে। যার দেহে মাঙ্কিপক্সের সন্ধান মিলেছে, তিনি ১২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরলে আসেন। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন তাঁর বাবা-মা। তাঁদেরও তিরুবনন্তপুরুম মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশের প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মেলার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার সেখানে উচ্চপর্যায়ের একটি দল পাঠিয়েছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এক বিবৃতিতে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি এও বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাঙ্কিপক্সের উপসর্গগুলো ধরা পড়েছে টিভিএম মেডিক্যাল কলেজে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সমস্ত পদক্ষেপ করা হয়েছে এবং রোগী স্থিতিশীল।’
উল্লেখ্য, আজ থেকে আড়াই বছর আগে দেশের প্রথম কোভিড রোগীর সন্ধান এই কেরলেই মিলেছিল।