দেশ লিড নিউজ

করোনার স্যাম্পেল নিয়ে চম্পট বাঁদরের দল!‌

একেই বোধহয় বলে বাঁদরের বাঁদরামি। তিনজন করোনা সন্দেহজনক রোগীর লালারসের নমুনা নিয়ে পালাল বাঁদরের দল। আর তাতেই আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ গাছের মগডালে বসে সেই স্যাম্পেল ভর্তি প্লাস্টিকের শিশি চিবিয়ে ফেলল মনের সুখে বাঁদররা। এমনিতেই গোটা দেশে করোনার আতঙ্কে সিঁটিয়ে রয়েছে মানুষ। তার মধ্যে এই ঘটনা চাপা আতঙ্কের সৃষ্টি করল।
জানা গিয়েছে, মেরঠের মেডিকেল কলেজ চত্বরে সারা বছর বাঁদরের দল বসবাস করে। এই বাঁদরের দল উৎপাত করে অগুণতি রোগীর আত্মীয় ও হাসপাতালের স্টাফদের। জিনিসপত্র ভাঙা থেকে শুরু করে হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালানো। সবরকম উৎপাতে অতিষ্ঠ ছিল লোকজন। এবার সেই উৎপাত চরম আকার ধারণ করল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীদের হাত থেকে করোনা স্যাম্পেল ছিনিয়ে সোজা গাছের মগডালে উঠে পড়ে বাঁদরের দল। তারপর কামড়ে, ছিঁড়ে স্যাম্পেলের প্যাকেট নষ্ট করে ফেলে। রোগীদের স্যাম্পেল আবার সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও হাসপাতালের অন্য কর্মীদের ফোনে ছড়িয়ে দেন। তার জেরে এলাকার মানুষ ভয় পেয়ে যান।
হাসপাতাল সূত্রে খবর, ওই স্যাম্পেলের সংস্পর্শে কেউ আসেনি। বাঁদরের দল ওগুলো নষ্ট করে দেয়। কিন্তু স্থানীয়দের মধ্যে জোর চর্চা চলছে, যদি বাঁদরগুলি সংক্রমিত হয়ে যায় তাহলে মহাবিপদ হতে পারে। যদিও চিকিৎসকরা জানান, বাঁদরের শরীরে করোনা ছড়ানোর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।