বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। করোনা’র পর নতুন এই ভাইরাস ঘিরে বিশ্বজুড়ে ঘুম উড়েছে চিকিত্সকদের। একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আশঙ্কা করা হচ্ছে এবার ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। এদিন, একাধিক উপসর্গ থাকায় উত্তরপ্রদেশের এক শিশুর নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ফলত ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে।
জানা গিয়েছে, পাঁচ বছরের ওই শিশুর শিশুর শরীরে র্যাশ বেরিয়েছে এবং চুলকানির সমস্যা রয়েছে। এছাড়া তাঁর শরীরে অন্য কোনও সমস্যা নেই। কোনওরকম ঝুঁকি না নিয়ে দ্রুত শিশুটির নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, শিশুটির বিদেশ ভ্রমণের কোন ইতিহাস নেই। বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেনি ওই শিশু। তবে রিপোর্ট না আসা পর্যন্ত দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। যদিও এখনও ভারতে কারও মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার কথা জানা যায়নি। তবে আগে থেকেই সতর্ক রয়েছে কেন্দ্র।
স্বাস্থ্যমন্ত্রক থেকে দেওয়া গাইডলাইনে বলা হয়েছে, ত্বকে র্যাশ, কনজাংটিভাইটিস, মুখের আলসার, জ্বরের মতো নানা উপসর্গের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা করাতে হবে। কোনও ব্যক্তি যদি আক্রান্ত দেশগুলিতে ২১ দিনের মধ্যে গিয়ে থাকেন এবং তাঁর শরীরে র্যাশ বের হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মত চলতে হবে। সেই সঙ্গে তাঁর শরীরে জ্বর, মাথাব্যথা, গায়ে যন্ত্রণা, দুর্বলতার মতো উপসর্গও রয়েছে কিনা তাও দেখতে হবে। দেশ থেকে করোনার দাপট এখনও কাটেনি, তার মধ্যে মাঙ্কি পক্সের ভ্রুকুটি।