দেশ ব্রেকিং নিউজ

ফের মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান দিল্লিতে

দিল্লির করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এর মধ্যেই আতঙ্ক বাড়িয়ে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল দিল্লিতে। এই নিয়ে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া গেল সেখানে।

২২ বছরের ওই তরুণী বর্তমানে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। এই তরুণীর বিদেশ সফরের কোন খবর নেই। তবে একমাস আগে সফরে গিয়েছিলেন তিনি। মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেওয়ার পর, তিনি পরীক্ষা করান। শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ ফেরত যাত্রীদের এখন থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে এই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক মাঙ্কি পক্স নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা সকলকে মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতে প্রথম কেরলে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। তাঁর বিদেশ সফরের ইতিহাস ছিল। এখনও পর্যন্ত দেশে পাঁচ জন আক্রান্তের খোঁজ মিলেছে দেশে। যার মধ্যে তিনজনই কেরলের বাসিন্দা। দিল্লিতে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, তাঁর বিদেশ সফরের ইতিহাস ছিল না। এমনকী মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু হয়েছে কেরলে।