দেশ

বাঁদরের বাঁদরামি, মদের দোকানে ঢুকে বোতল খুলে মদ খেয়ে নিল বাঁদর!

এক সুরাপ্রেমী বাঁদরের কীর্তি এখন নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে। ভাইরাল ভিডিওটি এখন নেট নাগরিকদের মোবাইলে ঘুরপাক খাচ্ছে। কী এমন আছে ওই ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় এক বাঁদর। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান করতে শুরু করে সে। ধীরে ধীরে তার মৌজ করে মদ্যপানের দৃশ্য দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও খেতে দিয়েছিলেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে বাঁদরটি। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।

স্থানীয় বেশ কয়েকজন এই ঘটনার ভিডিও করেন। যার মধ্যে কয়েকটি এখন রীতিমতো ভাইরাল। জানা গেছে ওই মদের দোকানের বাইরে কিছুদিন আগে মদ পরে গিয়েছিল। যা ওই বাঁদরটি চেটেপুটে খেয়ে নেয়। এরপর থেকেই সে ওই মদের দোকানের আশেপাশে ঘুরঘুর করছিল। এবার, সুযোগ বুঝে সটান ঢুকে পড়ে মদের দোকানের ভিতর। পরের দৃশ্য এখন ইন্টারনেটে হটকেক।