পাহাড়ে খালি পায়ে হেঁটে উঠতে পারবেন? এই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠছে। কারণ ট্যুইটারে পোস্ট হওয়া একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। কী দেখা গিয়েছে সেই ভিডিও–তে? এক সন্ন্যাসীকে কোনও নিরাপত্তার সরঞ্জাম না পরেই পাহাড়ের চড়াই বেয়ে উঠতে দেখা যাচ্ছে। আর সেই পদক্ষেপে নেই কোনও আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসে ভরপুর পদক্ষেপে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে দেখা যাচ্ছে ওই সন্ন্যাসীকে।
আরও দেখা গিয়েছে, পাহাড়ে ওঠার সময় গেরুয়া পোশাক পরা এই সন্ন্যাসীর সঙ্গী ছিল শুধুমাত্র কাঁধের ঝোলাটি। তারপরেও এই দুর্গম পথ পেরোতে বিশেষ সময়ও নেননি তিনি। এই সন্ন্যাসীর পাশেই দেখা যায় সেই ব্যক্তিকে যিনি ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন। তিনি অবশ্য প্রয়োজনীয় সব নিরাপত্তা সরঞ্জামে সেজে পাহাড়ে ওঠা শুরু করেছিলেন। তবে যে নির্ভীক পদক্ষেপে সন্ন্যাসী এগিয়ে যান পাহাড়ের শীর্ষের দিকে তার চেয়ে অনেক বেশি কসরত করতে হয় অপরজনকে।
দেখা যাচ্ছে, ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ৭.৭ মিলিয়ন। রিট্যুইট হয়েছে ৬৩ হাজার ৭০০ বার। তবে কিভাবে তিনি এই অসাধ্যসাধন করলেন তা জানতে পারা যায়নি। যদিও পাহাড়ের শিখরে ওঠার সময় ওই সন্ন্যাসীর মুখে সবসময় হাসি ছিল। যার মধ্যে দিয়ে তিনি এই বার্তা দিলেন, হাসি মুখে কছিন পথও জয় করা যায়।
