ব্রেকিং নিউজ রাজ্য

নাবালিকার শ্লীলতাহানি! গ্রেফতার বহুরূপী যুবক

আবারও এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমান। বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ফুঁসে উঠেছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের স্থানীয়রা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক লাল্টু মাল বীরভূম জেলার বোলপুর এলাকার বাসিন্দা। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আউশগ্রামে যান ওই বহুরূপী সেজে। বাকি বহুরূপীদের মতই তিনি পাড়ায় পাড়ায় ঘুরে দুই-পাঁচ টাকা করে সংগ্রহ করছিলেন।

অভিযোগ, একটি বাড়িতে গিয়ে বছর ষোলোর এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় বলেন। এখানেই না থেমে কিশোরীকে শ্লীলতাহানিও করেন তিনি। তারপর সেখান থেকে চম্পট দেন। কিশোরী ভয় পেয়ে লোক ডাকাডাকি করলে, স্থানীয় জড়ো হন। নাবালিকার মুখে সবটা শুনে খোঁজাখুঁজি আরম্ভ করেন সকলে। কিছুটা দূরেই আটক করা হয় অভিযুক্তকে। তারপর স্থানীয়রাই পুলিশ ডেকে অভিযুক্তকে ধরিয়ে দেন।

নাবালিকার পরিবারের পরে আউশগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ লাল্টুকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন একলাবাসী।