আন্তর্জাতিক

ঘর গোছাচ্ছেন মোলানিয়া ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ইজরায়েলের প্রাক্তন মহাকাশ নিরাপত্তা প্রধান। হাইম এশেদ নামে ওই ব্যক্তির দাবি, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে এবং তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ হয়েছে। এই দাবি করলেও হোয়াইট হাউস সূত্রে খবর, বাক্সপ্যাঁটরা গোছানো শুরু করে দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। এখন তাঁর স্বামী মুখে যাই বলুন বাস্তবে তা ছাড়তেই হবে। সেই প্রস্তুতিই চলছে। ভোটে কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেও পার পেলেন না ট্রাম্প।
তাঁর স্বামীর তোলা অভিযোগকে সমর্থন করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ডোনাল্ড ট্রাম্প তো হুঁশিয়ারিও দিয়েছিলেন যে, হোয়াইট হাউস ছাড়ছেন না তিনি! কিন্তু, মেলানিয়া তলায়–তলায় হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, মেলানিয়া এখন বাড়ি ফিরতে আগ্রহী। হোয়াইট হাউস–পরবর্তী জীবনে ফার্স্ট লেডির জন্য সরকারি বরাদ্দ কিছু থাকে কিনা, এসব জানারও চেষ্টা করেছেন মেলানিয়া।
মেলানিয়া নতুন বসবাসের ঘরবাড়ি নিয়েও ভাবছেন বলে খবর। এমনকী ইন্টেরিয়র ডিজাইনারও নিয়োগ করেছেন মেলানিয়া। নতুন করে ঘরে শিল্পকর্ম স্থাপন, জানালা–দরজা এবং বিভিন্ন জায়গার পর্দা বসানোর খুঁটিনাটি কাজ হচ্ছে। শৌচাগারেও কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে বলেও খবর। হোয়াইট হাউস থেকে ব্যক্তিগত জিনিসপত্র গোছানোর কাজও শুরু করে দিয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস-পরবর্তী জীবনের দিকেই মেলানিয়া এখন বেশি মনোযোগী।