খেলাধুলা

লিগ টেবিলের তৃতীয় স্থানে এটিকে মোহনবাগান

শেষ ম‌্যাচে হায়দরাবাদ এফসিকে হারিয়ে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে জামশেদপুর এফসি। বর্তমানে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।হাবাসের জায়গায় দায়িত্ব নেওয়ার পর থেকেই চোট-আঘাতের জন‌্য পুরো দলকে কখনওই পাননি ফেরান্দো।

সন্দেশ জিঙ্ঘান গত ম‌্যাচে ৯০ মিনিট খেলে ম‌্যাচের সেরা ফুটবলারের সম্মান পেয়েছেন। শুরুতে যিনি দলের সঙ্গে ছিলেন না। পরে যখন ফিরলেন তখন চোট। তবে শুধু সন্দেশ নন, দলের অন‌্যান‌্য ফুটবলারদেরও প্রশংসা করে তিনি বলেন, সকলেই খুব ভাল খেলেছে। যদিও এর আগে দল গোল করলে  খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যেত না ফেরান্দোকে।কিন্তু এখন মাঠের ধারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তাকে।

বৃহস্পতিবার চেন্নাইয়িন ম‌্যাচে শুরু থেকে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোসদের পাওয়ার সম্ভাবনা আছে কি না, এ প্রসঙ্গে এটিকে মোহনবাগান কোচ বললেন, ‘‘ হুগো বুমোস এবং ডেভিড উইলিয়ামসের চোটের অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভাল। শেষ চার-পাঁচটি ম‌্যাচ আইএসএলে সব দলের জন‌্যই ভীষণই গুরুত্বপূর্ণ। কেউই কোনওরকম ঝুঁকি নিতে চাইবে না। আমিও চেষ্টা করব, শেষ ম‌্যাচগুলিতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে।”