খেলাধুলা ব্রেকিং নিউজ

কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল এটিকে মোহনবাগান

এবারের আইএসএল-এর প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় সবুজ-মেরুনের। খেলার শুরুতেই গোল করেন এটিকে মোহনবাগানের হুগো বুমোস‌। ২৪ মিনিটে কেরলের হয়ে সেই গোল শোধ করে দেন সাহাল আবদুল সামাদ।

এরপরেই ম্যাচে দুরন্ত গতিতে চলতে থাকে।২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বুমোস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল সবুজ-মেরুনের পক্ষে ৩-১।

দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের খেলার গতি একটুও কমেনি। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ৬৯ মিনিটে কেরলের হয়ে ব্যবধান কমান জর্জ পেরেইরা দিয়াজ। এই ম্যাচে আর কোনও গোল হয়নি। সহজ জয় হয় মোহনবাগানের।