কোনও প্রতিযোগিতার ফাইনালে ইস্ট-মোহন ডার্বি ঘিরে এমন উত্তেজনা ও উন্মাদনা দীর্ঘ বছর পর দেখল কলকাতা, গোটা বাংলা, গোটা দেশ।
ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বির মুকুট ছিনিয়ে নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জয়ও সম্পন্ন করল মেরিনার্সরা। বাগানের ডুরান্ড জয় এল দশ জনে খেলে।
হাই টেম্পো ম্যাচে প্ৰথমার্ধে প্রাধান্য দেখিয়ে শুরু করেছিল মোহনবাগান। তবে বিরতির আগে দ্বিতীয় কোয়ার্টারে ছন্দ খুঁজে পেয়েছিল ইস্টবেঙ্গল। দুই দলই ফিনিশিং থার্ডে দাপট দেখাতে ব্যর্থ।
ডুরান্ডের যুগ্ম সফলতম দল হিসাবে খেলতে নেমেছিল ইস্ট-মোহন। ১৬বার খেতাব জয় ছিল দুই প্রধানের। তবে রবিবারের পর এককভাবে শীর্ষে বাগান। ১৭ বার ট্রফি জয় সমেত।