বুধবার কাঁথির জনসভা থেকে বহিরাগত তত্ত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, কোনও ভারতীয়ই বহিরাগত নয়। সকলেই ভারতমাতার সন্তান। এবার মোদীর বক্তব্য ধরেই কটাক্ষের হুল ফোটালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর উত্তর, বিষয়টা রেকর্ড হয়ে থাকল স্যার। অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় যা বললেন তা কিন্তু বুমেরাং হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভাতেই বহিরাগতদের রাজ্যে আনা হচ্ছে বলে অভিযোগ করেন। পাল্টা দিয়ে মোদী বুধবার বললেন, ভারতে কেউ বহিরাগত নয়। বঙ্কিমবাবু, রবি ঠাকুর, মাতঙ্গিনী হাজরার ভূমিতে আমাদের বহিরাগত বলছেন। এখানে কোনও ভারতবাসীই বহিরাগত নন। এই প্রসঙ্গটিই তুলেছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, আজ বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছেন কোনও ভারতীয়ই বহিরাগত নন। প্রত্যেকে ভারতমাতার সন্তান। বিষয়টা রেকর্ড হয়ে থাকল স্যার। এখানে যারা প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন, যাদের সন্তান এই মাটিতেই জন্ম নিয়েছে, তাদের যখন হয়রান করবেন এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হবে।
বোঝা গেল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর তোপ যে আসলে এনআরসি নিয়ে তা বলার অপেক্ষা রাখে না। বাংলা এবং অসমে এনআরসি প্রসঙ্গটি বারংবার অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। উল্লেখ্য, মহুয়া ট্যুইটটি শেষ করেছেন-কাগজ নেহি দিখায়াঙ্গে লিখে। আর মমতা বুধবার মোদীকে প্রত্যুত্তর ফিরিয়ে বলেছিলেন, বাংলায় যারা থাকে তাদের আমরা বহিরাগত বলি না। রাজস্থানী হোক, মারোয়ারি হোক, বহু মানুষ এখানে এসে থাকছেন, কাজ করছেন, ওরা বহিরাগত নয়। কিন্তু ভোটের আগে উত্তরপ্রদেশের গুন্ডাদের পাঠিয়ে দিচ্ছে এখানে। পানবাহার খেতে খেতে আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। এদের আমরা বহিরাগত বলি।
