বাংলার বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎই মহাগুরু মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাংলোয় হাজির হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বাংলার নির্বাচনে মিঠুন দার সমর্থন চাইছে সংঘ পরিবার? দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয়। যদিও এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলে জানানো হয়েছে।
মিঠুন শুধুমাত্র একজন বাঙালি তারকা অভিনেতাই নন, তিনি একসময়ে তৃণমূল কংগ্রেসের সাংসদও ছিলেন। যদিও বৈঠকের পরে মিঠুন বলেন, ‘মোহন ভাগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে। লখনউতে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং পরে মুম্বইতে থাকাকালীন আমার বাড়িতে আসার জন্য তাঁকে অনুরোধ করেছিলাম।’
মঙ্গলবার বসন্ত পঞ্চমীতে মুম্বইয়ের মাঢ অঞ্চলে মহাতারকার বাংলোয় হাজির হন আরএসএস প্রধান। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। অভিনেতা অবশ্য দাবি করেছেন, এই বৈঠক অরাজনৈতিক। মিঠুন বলেন, ‘বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। জল্পনা–কল্পনা করবেন না, এই ধরনের কিছুই এখনও ঘটেনি।’
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তাঁর অতীত সম্পর্ক বেশ ভালো। তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০১৬ সালে স্বাস্থ্যজনিত কারণে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন। ভোটের মুখে মিঠুনের সমর্থন জোগাড় করতে পারলে বিজেপি যে বাড়তি অক্সিজেন পেয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সম্ভবত সেকারণেই মিঠুনের সঙ্গে আরএসএসের মাধ্যমে যোগাযোগ শুরু করল বিজেপি বলে মনে করা হচ্ছে।
