ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সবচেয়ে সুখে আছে। হিন্দু–মুসলমানের মধ্যে ধর্মীয় ভেদাভেদ করে কিছু মানুষ স্বার্থসিদ্ধির রাস্তা খোঁজে। এদিন এই কথাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
মোহন ভাগবতের দাবি, ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন নয়। বরং সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে সুখে আছে। এই মন্তব্যের পেছনে মুসলিম ভোট জোগাড়ের কৌশল আছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শনিবার আরএসএস প্রধান বলেন, ‘মহারানা প্রতাপের সৈন্য দলে অনেক মুসলিম সেনা ছিল। তারা মোঘলদের বিরুদ্ধে লড়াই করেছে। এটাই আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের নাম উচ্চারিত হলে সংহতির কথাই আসে সবার আগে। হিন্দু–মুসলিম ভেদাভেদ করে কিছু মানুষ। তাদের স্বার্থসিদ্ধির জন্য।’ একসময় যারা বলেছিল, মুসলিম চাইলে যেতে পারে পাকিস্তানে। তারাই আজ মুসলিমদের পক্ষে সওয়াল করছে।
মোহন ভাগবত আরও বলেন, ”আমাদের দেশের সংবিধানে কোথাও লেখা নেই যে এখানে মুসলিমদের কোনও জায়গা নেই। কোথাও বলা নেই যে এদেশে থাকতে হলে হিন্দুদের শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। যখনই দেশের সংস্কৃতির উপর আক্রমণ হয়েছে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তা সে হিন্দু হোক বা মুসলমান। এটাই আমাদের দেশ।’
তিনি জানান, আপনারা পাকিস্তানে দেখুন। সেখনে সংখ্যালঘু হিন্দুদের একঘরে করে রাখা হয়েছে। আর ভারতে মুসলিমরা সুখে রয়েছে। এদেশে প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। তার জন্য কাউকে জবাবদিহি করার কোনও প্রয়োজন নেই। আসলে বিজেপি নেতারা মুসলিমদের নিয়ে বেফাঁস মন্তব্য করছেন বলেই এভাবে বার্তা দিলেন তিনি বলে মনে করা হচ্ছে।