দেশ ব্রেকিং নিউজ

টিকা নিয়েও আক্রান্ত ভাগবত

টিকা নিয়েও এবার করোনা আক্রান্ত হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন দুপুরে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। আপাতত তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। স্বয়ং আরএসএস এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছেন।
শুক্রবার রাতে আরএসএসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার সরসংঘচালক মোহন ভাগবতজি করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। আপাতত ওঁর শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। তবে সাবধানতার জন্য তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহন ভাগবতের বয়স ৭০। স্বাভাবিকভাবেই এই বয়সে কো-মরবিডিটি থাকার সম্ভাবনা বেশি। আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের।
জানা গিয়েছে, তিনি অনেক আগেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। গত ৭ মার্চ তাঁকে প্রথম ডোজ দেওয়া হয়, আগামী সপ্তাহেই তাঁকে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মারণ ভাইরাসের কবলে পড়লেন তিনি। যা নিয়ে চিন্তায় ভাগবতের অনুগামীরা। গত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর। প্রত্যেকদিন প্রায় ৬০ হাজার মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়ছেন। যার একটা বড় অংশ নাগপুরের। তার মধ্যেই বৃহস্পতিবার নাগপুরে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। রাতে নাগপুরের এক কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।