৩০ অক্টোবর মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রচারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে রাজ্যে এসে প্রথমে মামিত জেলা সদরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেন।
মিজোরাম বিজেপির প্রদেশ মিডিয়া আহ্বায়ক জনি লালথানপুইয়া জানান, প্রথমে ঠিক ছিল, অমিত শাহ ছাড়াও নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অনিবার্য কারণে প্রধানমন্ত্রী মোদির সফর আপাতত বাতিল হয়ে গেছে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফরসূচি নির্ধারণ হতে পারে। তবে অমিত শাহই নরেন্দ্র মোদীর স্থান পূরণ করবেন।
তিনি জানান, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মামিত এবং রাজ্যের দক্ষিণাঞ্চলে গিয়ে দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে প্রচার-সমাবেশে ভাষণ দেবেন। রাজ্যের দক্ষিণাঞ্চলে চাকমা, ব্রু, মারা এবং লাই জনগোষ্ঠীয় ভাষিক সংখ্যালঘু মানুষের বসবাস। তাঁদের ভোট টানতে বেশি জোর দিচ্ছে বিজেপি।