২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেটস’ গানটি লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখন জানা গেল, ২০২৪ গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে মনোনীত হয়েছে এই গানটি। স্বাভাবিকভাবেই বিষয়টি খোদ প্রধানমন্ত্রী তো বটেই, গোটা দেশের জন্য গর্বের ব্যাপার। গ্র্যামির মঞ্চে এই গান পুরস্কৃত হলে তা নতুন ইতিহাস রচনা করবে।
উল্লেখ্য, গত ১৬ জুন মুক্তি পেয়েছে এই গানটি। বিশ্বে ক্ষুধা দূর করতে বাজরার গুণ কতটা, তা প্রচার করতেই এই বিশেষ গান ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’।