প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ‘অর্ডার অফ দ্য নাইল’-এ ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অর্ডার অফ দ্য নাইল’-এ ভূষিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
মিশর সফরের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরীয় প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদীকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন প্রেসিডেন্ট এল সিসি। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিকে।
বিগত ৯ বছরের শাসনকালে প্রধানমন্ত্রী মোদী বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ‘অর্ডার অফ দ্য নাইল’ হল ১৩-তম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। প্রধানমন্ত্রী মোদী তাঁর মেয়াদের শেষ ৯ বছরে যে পুরষ্কারগুলি পেয়েছেন তার মধ্যে রয়েছে- পাপুয়া নিউ গিনির ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু’, ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি’, পালাউ প্রজাতন্ত্রের ইবাকল অ্যাওয়ার্ড, অর্ডার অফ দ্য অর্ডার ড্রুক গ্যালপো, মার্কিন সরকার কর্তৃক লিজিয়ন অফ মেরিট ।