আগামী রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার সময় বাড়ির আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। কিন্তু নিজের সিদ্ধান্তে অটুট প্রধানমন্ত্রী। তাই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর কবিতা টুইট করে দেশবাসীকে অকাল দীপাবলিতে মেতে উঠতে উদ্বুদ্ধ করলেন মোদী।
ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ‘১৩০ কোটি দেশবাসীর কাছে আহ্বান করছি, রবিবার রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত প্রত্যেকে বাড়ির আলো নিভিয়ে বারান্দায় বা দরজার সামনে প্রদীপ, মোমবাতি, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে একতা প্রদর্শন করুন।’ মোদী শনিবার দিন বাজপেয়ীর কবিতার একটি ক্লিপ শেয়ার করে ক্যাপশনে ‘আও দিয়া জলায়েঁ’ লিখে কবিতাটি টুইট করেন। ‘আও ফির সে দিয়া জলায়েঁ’, প্রয়াত প্রধানমন্ত্রীর একটি জনপ্রিয় কবিতা। যে ভিডিও ক্লিপটি শেয়ার করেন, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে বাজপেয়ী ওই কবিতাটি আবৃত্তি করছেন।
উল্লেখ্য, জনতা কার্ফুর সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সম্মান জানাতে সাধারণ মানুষকে ঘণ্টা, থালা–বাসন বাজানোর পরামর্শ দিয়েছিলেন মোদী। এবার ফের একবার মানুষের মনোবল বাড়াতে তিনি প্রদীপ, মোমবাতি জ্বালানোর পরামর্শ দিয়েছেন।