দেশ ব্রেকিং নিউজ

শুক্রবার বারাণসী সফরে মোদী

শুক্রবার বারাণসী সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লোকসভা কেন্দ্রে এদিন তিনি ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এ ভাষণ দেবেন এবং ১৭৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ১০.৩০ টায় রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এ ভাষণ দেবেন। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী টিবি নির্মূলের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য নির্বাচিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলিকে পুরস্কৃত করবেন।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী সমগ্রানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় মাঠে ১৭৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বারাণসী ক্যান্ট স্টেশন থেকে গোদৌলিয়া পর্যন্ত প্যাসেঞ্জার রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের ব্যয় অনুমান করা হয়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। পাঁচটি স্টেশন সহ এই রোপওয়ে ৩.৭৫ কিলোমিটার দীর্ঘ হবে। এটি পর্যটক, তীর্থযাত্রী এবং বারাণসীর বাসিন্দাদের চলাচলকে সহজতর করবে।

প্রধানমন্ত্রী নমামি গঙ্গে প্রকল্পের অধীনে ভগবানপুরে ৫৫ এমএলডি ক্ষমতার পয়ঃনিষ্কাশন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে সিগরা স্টেডিয়ামের পুনর্নির্মাণ কাজের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।