বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান প্রধানমন্ত্রী। রাজ্যে লকডাউন নিয়ে খোঁজখবর নেন। তবে মুখ্যমন্ত্রীকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী রাজ্যের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পেরে সন্তোষপ্রকাশ করেন তিনি। গরীবদের জন্য প্রধানমন্ত্রী যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী যাবতীয় সাহায্য রাজ্যকে করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করা হবে বলে জানান তিনি। গোটা দেশই এখন স্তব্ধ। প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবটা শুনে সন্তোষপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এস জয়শঙ্করও যোগাযোগ করেন মমতার সঙ্গে।
নমুনা পরীক্ষার জন্য কিটের দাবি করে কেন্দ্রের কাছে তালিকা পাঠিয়েছিল নবান্ন। সেগুলি যাতে দ্রুত অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হয়, সে জন্য প্রধানমন্ত্রীর কাছে তদ্বির করেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে বেকায়দায় পড়েছেন গরীব ও প্রান্তিক মানুষ। সেইসব মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে ফোনে এদিন ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি বাংলার মুখ্যমন্ত্রী।
