ব্রেকিং নিউজ রাজ্য

চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন মোদি-শাহ, লক্ষ্য লোকসভার জমি শক্ত করা

চলতি মাসেই নতুন বছরে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেনাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে এমনটাই জানা গেছে। সব ঠিক থাকলে পঞ্চায়েত নির্বাচনের প্রচার কর্মসূচি উত্তরবঙ্গ থেকে শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। পরবর্তী কর্মসূচি পরে নির্ধারিত করা হবে। তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।

শিয়রে পঞ্চায়েত নির্বাচন তার আগে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছে বঙ্গ বিজেপি। বছরের শুরু থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্য গেরুয়া শিবিরের। সেই কারণেই একে একে দলের শীর্ষ নেতা জে.পি নাড্ডা, অমিত শাহরা বঙ্গে জানুয়ারি থেকেই সফর শুরু করতে চলেছেন। আগামী সপ্তাহেই রাজ্যে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় জনসভা কররেন তিনি।

অপরদিকে আগামী ১৭ জানুয়ারি রাজ্যে আসার কথা নরেন্দ্র মোদির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওইদিন কেষ্ট গড়ে বীরভূমে সভা করবেন তিনি। শাহ ফিরে যাওয়ার দু’দিন পরই বাংলার মাটিতে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি। শিলিগুড়িতে তাঁর প্রথম সভা করার কথা রয়েছে।

উত্তরবঙ্গে বিগত নির্বাচনগুলিতে গেরুয়া শিবিরের ফল এখনও পর্যন্ত ভাল। দক্ষিণবঙ্গে বরং সংগঠন অনেকটাই নড়বড়ে। তার উপর রয়েছে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। দলীয় সূত্রে খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এছাড়া ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে মোট ১৪ টি সভা করবেন তিনি।