দেশ লিড নিউজ

হুগলিতে মোদীর পালটা সভা করবেন মমতা

জেপি নাড্ডা–অমিত শাহ–নরেন্দ্র মোদী বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। রাজ্যজুড়ে চলছে পরিবর্তন রথযাত্রাও। নির্বাচনী আবহে আগামী ২২ ফেব্রুয়ারি ফের বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী। এই নিয়ে একমাসে তৃতীয়বার রাজ্যে আসছেন তিনি। হুগলিতে জনসভা রয়েছে তাঁর। তবে গেরুয়া শিবিরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদলও। আর তাই মোদীর সভার ৪৮ ঘণ্টা পরই একই জায়গায় পালটা সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সরগরম রাজ্য–রাজনীতি।
সকাল থেকেই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায় আসছেন ডানলপ মাঠ পরিদর্শনে। তাই মাঠ সংলগ্ন পরিষ্কারের কাজও শুরু করে বিজেপি নেতৃত্ব। একই সময়ে মাঠ পরিদর্শন করতে আসার কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র ও জেলার সভাপতি দিলীপ যাদব মাঠ পরিদর্শনে আসার কথা ঘোষণা করে। তারপরই দেখা যায় দু’‌পক্ষই মাঠ পরিদর্শনে এসেছেন।
আগামী ২২ ফেব্রুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এবারও থাকছে কিছু সরকারি কর্মসূচি। যেমন— দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন। রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠানও। আর ২২ তারিখই হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। হুগলিতে ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক প্রবীর ঘোষাল যোগ দিয়েছেন বিজেপিতে। হুগলিতে ভিত শক্ত করতেই জনসভা করবেন নরেন্দ্র মোদী বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব জানান, এটা কোনও পাল্টা সভা নয়। দলনেত্রী সব জেলাতেই সভা করছেন। এই জেলায় এই মাসেই সভা করার পরিকল্পনা ছিল। আর জেলায় বড় মাঠের সংখ্যা খুবই কম। তাই ডানলপ মাঠকেই মুখ্যমন্ত্রীর সভার জন্য নির্বাচন করা হয়েছে।
লকেট চট্টোপাধ্যায় বলেন, শাসকদলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তাঁরা যেখানেই যাচ্ছেন, তাঁদের অনুসরণ করছে তৃণমূল কংগ্রেস। তবে যতই নকল করুন না কেন, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে যে, নকল করেও মিলবে না কোনও ফল।
প্রধানমন্ত্রীর সেই জনসভার পরই ২৪ ফেব্রুয়ারি পালটা জনসভায় হাজির হবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দলের জরুরি সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শনে বেরিয়ে পড়েছে জেলা নেতৃত্ব। ক্ষমতা প্রদর্শনে গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই এই সিদ্ধান্ত তৃণমূলের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডানলপ মাঠে মোদী–মমতার সভা প্রসঙ্গে কথায় কথায় উঠে আসছে খেলা হবে প্রসঙ্গও।