সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিও বিমানবন্দরে ভিড় জমায় অসংখ্য প্রবাসী ভারতীয়৷ সেখানে ছিল অনেক কচিকাচারাও৷ তাদের মধ্যে এক জাপানি শিশুর সঙ্গে মোদির কথোপকথন বেশ ভাইরাল হয়ে উঠেছে। যেখানে সেই বাচ্চাটিকে হিন্দিতে কথা বলতে দেখে অবাক হয়ে যান প্রধানমন্ত্রী।
সেই জাপানি শিশুর নাম রিতসুকি কোবাইয়াশি৷ স্পষ্ট হিন্দিতে নরেন্দ্র মোদির উদ্দেশে সে বলে, ‘জাপানে আপনাকে স্বাগত৷ আমি কি আপনার অটোগ্রাফ পেতে পারি?’ জাপানের এই শিশুটিকে হিন্দিতে কথা বলতে দেখে প্রধানমন্ত্রীর পাশাপাশি সকলেই হতবাক হয়ে পড়েন। এই ঘটনা দেখে মুগ্ধ হয়ে যান নরেন্দ্র মোদি। তিনি জিজ্ঞাসা করেন, “বাহ, তুমি কোথা থেকে শিখলে এত ভালো হিন্দি? হিন্দিতে কিভাবে কথা বলছ তুমি?”
প্রধানমন্ত্রীর সই নেওয়ার জন্য ভারতের একটি পতাকারও ছবি এঁকে এনেছিল গ্রেড ফাইভের ছাত্র রিতসুকি৷ রিতসুকি জানায়, হাতে আঁকা ছবির সঙ্গে যে বার্তা সে লিখে এনেছিল, প্রধানমন্ত্রী তা মন দিয়ে পড়েছেন৷ এতেই সে দারুণ খুশি৷ সঙ্গে মিলেছে নরেন্দ্র মোদির অটোগ্রাফও৷ হিন্দি বুঝতে পারলেও খুব ভাল বলতে পারে না বলেই জানিয়েছে ওই শিশু।
প্রসঙ্গত, কোয়াড সামিটে যোগ দিতে জাপানে উড়ে গেছেন নরেন্দ্র মোদি। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে এই বৈঠকটি আয়োজিত হয়। সেই উদ্দেশ্যে নরেন্দ্র মোদির টোকিওতে পা রাখেন নরেন্দ্র মোদি।