উত্তরপ্রদেশে প্রায় ৯ হাজার কোটি টাকার এক নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গোরক্ষপুরে উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনী ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোরক্ষপুরে ৮,৬০৩ কোটি টাকার একটি সার তৈরির কারখানা উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, ১,০১১ কোটি টাকা ব্যয়ে তৈরি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-গোরক্ষপুর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার এর একটি অত্যাধুনিক ল্যাবেরও উদ্বোধন করলেন তিনি ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে পূর্বাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হল। বিরোধীদের কাছে যা ছিল অসম্ভব। তাই সম্ভব করে দেখালেন মোদি সরকার। গত ত্রিশ বছরে উত্তরপ্রদেশে পাঁচটি সরকার এসেছে, গিয়েছে। কিন্তু যা কেউ করতে পারেনি তা করে দেখালো মোদি সরকার। শুধুমাত্র বিজেপি সরকারই গোরক্ষপুরে সার কারখানা শুরু করার সাহস দেখাল। মোদির কাছে কোনো কিছুই অসম্ভব নয় এমনই মন্তব্য করলেন যোগী। উন্নয়ন প্রকল্পের সূচনার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে যোগী বলেছেন, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল।