মঙ্গলবার দেশের রাজধানীর ঐতিহাসিক লাল কেল্লায় পরাক্রম দিবস উপলক্ষে নয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই উপলক্ষে নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিএমও থেকে দেওয়া তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী ২০২১ সাল থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর লাল কেল্লায় আয়োজিত এই উৎসবে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের নানা কর্মকাণ্ড তুলে ধরা হবে। আর্কাইভ প্রদর্শনীতে দুর্লভ ছবি ও নথি দর্শনার্থীদের এক নতুন অভিজ্ঞতা দেবে। এই উদযাপন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পাশাপাশি নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে প্রজাতন্ত্র দিবসের মূকনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা হবে। এটি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রচেষ্টাকে প্রতিফলিত করবে। লাল কেল্লার সামনে রামলীলা ময়দান এবং মাধব দাস পার্কে এই অনুষ্ঠান হবে।