দেশ ব্রেকিং নিউজ

Modi-Hasina Meeting: দিল্লিতে মোদি-হাসিনার দীর্ঘ বৈঠক, স্বাক্ষরিত একাধিক চুক্তি

মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। বৈঠকের পর ভারত-বাংলাদেশে রেল চলাচল নিয়ে চুক্তি, অসমের কুশিয়ারা নদীর জল বন্টন নিয়ে চুক্তি, বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিন বাংলাদেশ টিভির সঙ্গে ভারতের প্রসার ভারতীর চুক্তিও স্বাক্ষরিত হয়। এছাড়াও ভারত-বাংলাদেশ প্রতিপক্ষ বাণিজ্য চুক্তিও স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও কথা হয় মোদি-হাসিনার।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী হাসিনার এই সফর ঘিরে ঢাকার মতো বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে দিল্লিতেও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার এ সফরকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।