দেশ লিড নিউজ

জম্মু কাশ্মীরকে পুরোদস্তুর রাজ্যের মর্যাদা দিতে উদ্যোগী কেন্দ্র

আগামী ২৪ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রের বিজেপি সরকার। ওই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকেই সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার রূপরেখা ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, কিভাবে জম্মু কাশ্মীরকে পুরোদস্তুর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া যায়, সেটা নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা করতে পারলে সেটা বিজেপি সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে বিবেচিত হবে। কারণ, গত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র। এরপরই জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্য ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে দেশের ভিতর ও বাইরে নানান চাপ রয়েছে কেন্দ্রীয় সরকারের উপর। তবুও সবকিছু উপেক্ষা করে ৩৭০ ধারা তুলে নেয় বিজেপি সরকার। তখনই তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিল জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্র। তবে ওয়াকিবহাল মহলের অভিমত, আগের মতো রাজ্যের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলেও আগের মতো বিশেষ কোনও ক্ষমতা থাকবে না জম্মু কাশ্মীরের। তবে রাজনৈতিক মহলের অভিমত, কাশ্মীর উপত্যকায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজনৈতিক পরিস্থিতিও। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর উপত্যকার বহু রাজনৈতিক নেতা নেত্রী গ্রেফতার বা গৃহবন্দী হয়েছিলেন। এখন তাঁরা প্রত্যেকেই মুক্ত এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

৩৭০ ধারা প্রত্যাহার এবং কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা দেওয়ার পর কাশ্মীর উপত্যকায় বিশেষ নজর দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো তেমনই অশান্তির পরিবেশও কমেছে। অপরদিকে কাশ্মীর উপত্যকায় জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনও শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। ফলে এটাই সঠিক সময় আলোচনার মাধ্যমে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার। জানা যাচ্ছে আগামী ২৪ তারিখের বৈঠকে এই বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সামনে রূপরেখা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।