দেশ লিড নিউজ

রামমন্দির উদ্বোধনের আগে কঠোর নিয়ম পালনমোদীর

বহু প্রতীক্ষার পর উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। এই উপলক্ষে রাজসূয় যজ্ঞের আয়োজন অযোধ্যায়। ভগবান রামলালাকে তাঁর সিংহাসনের উপবিষ্ট করা হবে ওই দিন।

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ওই দিন একাধিক আচার বিধি পালন করবেন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রীর সঙ্গে কঠিন আচারবিধি পালন করবেন ১২১ ব্রাহ্মণও। অনুষ্ঠানের মূল ভূমিকা পালন করবেন মোদী। প্রাণপ্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করবেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করেছেন। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।

তীর্থক্ষেত্রের পুরোহিত পণ্ডিত দুর্গা প্রসাদ জানিয়েছেন, আচার বিধি পালন মোটেও মুখের কথা নয়। বিষয়টি কৃচ্ছসাধনের। যিনি অনুষ্ঠানে মূল ভূমিকা গ্রহণ করেন তাঁকে ব্রহ্মচর্য পালন করতে হয়। কঠোর এই নিয়মে খাওয়া-দাওয়া, ঘুম খুবই পরিসীমিত। নিয়মের কঠোর আবর্তনে গোটা বিষয়টি সম্পন্ন করতে হয়। যিনি বা যাঁরা ব্রহ্মচর্য পালন করেন তাঁরা সুন্দর বিছানায় ঘুমোতে পারেন না। ঘুমানোর জন্য মাটিতে একটি কুশের আসন রাখা হয় যার উপর আচার পালনকারীরা ঘুমোন। ২৪ ঘণ্টায় মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমানোর সময়।

কোনও আমিষ খাবার খেতে পারবেন না তিনি। এক্ষেত্রে কন্দযুক্ত সবজি খেতে পারেন তাঁরা। ব্রহ্মচর্য পালনের সময় সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয় তাঁদের। এটি আচারের অন্যতম অংশ। সকালে ব্রহ্মমুহুর্তে যজমান ও পণ্ডিত উভয়কেই ঘুম থেকে উঠতে হয়। স্নানের পর শুরু হয় পূজার অনুষ্ঠান। গায়ত্রী মন্ত্রের জপের সঙ্গে ইষ্ট দেবতার পুজোও করা হয়।