দেশ ব্রেকিং নিউজ

চোপড়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ মোদীর

চোপড়ার ঘটনায় সার্বিকভাবে সামাজিক অবক্ষয় নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় মোদী বলেন, “যখন নিজেদের সহযোগী দলের শাসন করা রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ঘটে, তখন বিরোধী নেতারা মুখে ‘তালা’ লাগিয়ে বসে থাকেন। যা অত্যন্ত দুঃখজনক।”

পাশাপাশি চোপড়ার ঘটনায় দু’জনকে মারধরের সময় তাঁদের বাঁচাতে না এসে ভিডিও করা নিয়েও উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রাজ্যসভায় এদিন মোদী বলেন, “কোনও রাজ্যের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলছি না। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যও কিছু বলছি না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পশ্চিমবঙ্গের একটা ভিডিও দেখলাম। একজন মহিলাকে সকলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বোনটা চিৎকার করছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ভিডিও বানাতে ব্যস্ত ছিলেন।” যদিও সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম না নিলেও পরোক্ষে তৃণমূলকেই নিশানা করেন তিনি।