দেশ ব্রেকিং নিউজ

মোদী–ডোভাল বৈঠক মাঝরাতে

ভারত–চিন যুদ্ধ কী অবশ্যম্ভাবী?‌ দেশজুড়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ লাদাখ ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে করেছেন গভীর রাতে বলে সূত্রের খবর।
লাদাখ পরিস্থিতি নিয়ে দিল্লিতে সেনাপ্রধান, অজিত ডোভাল–সহ বিভিন্ন গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠকে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিসএনগেজমেন্ট সম্পর্কে কথা উঠতেই দিল্লিতে জরুরি বৈঠক করেন রাজনাথ। আর বিষয়টি আরও খতিয়ে দেখতে এবং পরবর্তী পদক্ষেপ করতেই ডোভাল–মোদী বৈঠক বলে খবর।
মস্কোয় ভারত–চিন বৈঠকের পর দিল্লিতে লাদাখ ইস্যুতে একের পর এক বৈঠক চলছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই রাতে মস্কোয় মুখোমুখি বৈঠকে বসেন। সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর ও ওয়াং ওয়াই লাদাখ ইস্যুতে বিস্তারে আলোচনা করেন বলে জানা যায়। তারপরই দিল্লিতে দফায় দফায় বৈঠক হচ্ছে লাদাখ পরিস্থিতি নিয়ে।
ভারত–চিন দুই দেশ এই বিষয়টিতে সহমত প্রকাশ করেছে যে, লালফৌজের সঙ্গে লাদাখে ভারতীয় সেনাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। দুই দেশই মানছে, বর্তমানে সীমান্তে এখন যা পরিস্থিতি তাতে কোনও দেশেরই মঙ্গল হচ্ছে না। ফলে দুই দেশেরই উচিত আলোচনার রাস্তা খোলা রাখা এবং আলোচনা চালিয়ে যাওয়া।
তবে এত কিছুর মধ্যেও প্যাংগংয়ে সেনা মোতায়েন করতে শুরু করে চিন। এই মুহূর্তে উভয়পক্ষের সেনা একে অপরের থেকে খুব কাছাকাছি আবস্থান করছে৷ ভারতীয় সেনা চিনের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে৷ চিন অন্তত ২০ থেকে ৩০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে প্যাংগং এলাকায়। ট্যাঙ্ক স্কোয়াড্রনও মোতায়েন করেছে চিন। পুরদস্তুর যুদ্ধের জন্যে তৈরি হচ্ছে তারা। তাই কী প্রধানমন্ত্রী–ডোভাল বৈঠক?‌ উঠছে প্রশ্ন।