দেশ ব্রেকিং নিউজ

করোনা–মুক্তের ডাক মোদীর

ফের করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি’‌র ৪০তম প্রতিষ্ঠা দিবসে করোনা প্রতিরোধে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দলের কর্মীদের অসময়ে সব দেশবাসীর পাশে দাঁড়াতে অনুরোধ করলেন তিনি। আবার সামাজিক দূরত্ব মেনে চলতেও আর্জি জানান। যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এর শেষ কোথায় কেউ জানে না!‌
সোমবার টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, বিজেপি’‌র ৪০তম প্রতিষ্ঠা দিবস করোনা যুদ্ধে উৎসর্গ করা হচ্ছে। দলের কার্যকর্তাদের দলীয় সভাপতি জেপি নাড্ডার নিদান মেনে চলতে বললেন প্রধানমন্ত্রী। আর এখানেই ভারতকে করোনা মুক্ত করারও ডাক দিলেন তিনি। উল্লেখ্য, রবিবার রাত ৯টায় একতার বার্তা জানাতে ৯ মিনিট ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আর্জি জানিয়েছিলেন মোদী। যদিও তাতে আতসবাজিই বেশি ফেটেছিল বলে খবর।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‌বিজেপি সবসময় গরীবের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছে। দলের কার্যকর্তারা সমাজসেবার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন।’‌ তবে লকডাউন নিয়ে ধোঁয়াশা রেখেই গেলেন। সঠিক কোনও তথ্য তিনি দিলেন না। উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠা হয় বিজেপি। ১৯৭৭ সালে জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসে জনসঙ্ঘ।