জেলা লিড নিউজ

‘‌আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক’‌

এলাকা পরিদর্শনে এই প্রথম মোদী–মমতা একসঙ্গে রওনা দিলেন। আমফানের প্রবল দাপটের জেরে বিধ্বস্ত বাংলার পরিস্থিতি দেখতে শুক্রবার উত্তর ২৪ পরগনার সফরে একঘণ্টা থাকলেন দু’‌জনে। ১১ আসনের এক হেলকপ্টারে দুই নেতা নেত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। কেন্দ্র–রাজ্য সংঘাতের পরিস্থিতিতে একসঙ্গে রাজ্য পরিদর্শনে প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর অবস্থান বাংলার রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিন বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, ‘‌আমফান ঘূর্ণিঝড়ের ফলে উদ্ভুত পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক।’‌ ইতিমধ্যেই একই দাবিতে রাজ্যের বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছেন। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এলাকায়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আমফান পরিস্থিতি পর্যালোচনার বৈঠকে রয়েছেন নুসরত। আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত রাজ্যের পাশের থাকার আশ্বাস দেওয়ার জন্য রাজ্যপাল রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় ৮৩ দিন পর বাইরে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পশ্চিমবঙ্গ ছাড়া পার্শ্ববর্তী রাজ্যে ওড়িশা সফরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকাশপথে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী। মোদী—মমতার সফরের জন্য বসিরহাটে চলছে প্রশাসনিক প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সফরের আগে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা চলছে বসিরহাটে।
উল্লেখ্য, আমফানের জেরে লণ্ডভণ্ড কলকাতা–সহ বাকি জেলা। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বাংলায় এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের।