ব্রেকিং নিউজ রাজ্য

Mobile Police Squad: পুলিশের নয়া উদ্যোগ

রাতের শহরকে নিরাপদ রাখতে এবার বিশেষ উদ্যোগ কার্যকর করল মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। রাতে শহরে বাইকের দাপাদাপি সামাজিক অপরাধ ইভটিজিং সহ সব ধরনের অপরাধমূলক ঘটনা মোকাবিলা করতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এই প্রথম চালু করা হল মোবাইল পুলিশ স্কোয়াড।

মুর্শিদাবাদের অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময় শহর এই কান্দি শহর। তাই দিনের পর দিন বেড়েই চলেছে এ শহরে জনবসতির সংখ্যা। আর যার জেরে বাড়ছে অপরাধমূলক ঘটনাও। তাই এবার সেই সমস্ত ঘটনাকে দমানোর জন্য কান্দি শহর সহ আশেপাশে এলাকায় মোবাইল মোটরবাইক নিয়ে পুলিশকর্মীরা ঘুরবেন।

মূলত শহরের মধ্যে রয়েছে একাধিক অলিগলি। যেগুলিতে পুলিশ গাড়ী যেতে পারেনা। পাশাপাশি রাতে শহরে রোমিওদের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করবে কান্দি থানার কর্তব্যরত পুলিশকর্মীরা ।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কান্দির বাসিন্দারা। মুলত অপরাধ দমন থেকে যে কোনও রকম অভাব অভিযোগ পেলেই মোটরবাইক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন এই পুলিশকর্মীরা ।