পদ্মা নালার ওপর অবৈধ নির্মাণ সরিয়ে নিয়ে যেতে করজোড়ে নিবেদন বিধায়ক নারায়ন গোস্বামীর। অশোকনগর পিএল ক্যাম্প থেকে শরৎনগর হয়ে পদ্মা নালাটি মিশেছে বিদ্যাধরী খালে। এই পদ্মা নালাটি একাধিক জায়গায় দখল করে রেখেছে এলাকার কিছু মানুষ। মঙ্গলবার অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ সমস্ত কাউন্সিলর হাবরা ২ নম্বর বিডিও অশোকনগর থানার ওসি ছাড়াও একাধিক দপ্তরের আধিকারিককে নিয়ে বিধায়ক নারায়ন গোস্বামী অবৈধ নির্মাণকে দখলমুক্ত করার আর্জি নিয়ে মানুষের কাছে আবেদন করেন।
বর্ষা এলেই অশোকনগর শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে তাই অশোকনগরকে জলমগ্ন হওয়ার হাত থেকে রেহাই দিতে অশোকনগরে যে পদ্মা নালাটি রয়েছে সেটিকে সংস্করণ করা হবে। পদ্মা নালা সংস্কারের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৪৪ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে।
এদিন এই পুরো এলাকা পরিদর্শন করে নারায়ন গোস্বামী জানান, এই এলাকার যে সমস্ত জায়গা দখলদারি করে রেখেছে সেগুলিকে কয়েকদিনের মধ্যেই সরিয়ে আগামী সপ্তাহ থেকেই সংস্কারের কাজ শুরু হবে। মূলত সিপিএমের আমলে এই সমস্ত জায়গাগুলি দখলদারি হয়ে যায় এরপর থেকে দীর্ঘদিন এই ভাবেই পড়ে রয়েছে। নারায়ন বাবু সাধারণ মানুষের কাছে গিয়ে করজোড়ে আবেদন জানান অতি শীঘ্রই এই জায়গাগুলি দখলমুক্ত করার জন্য। কত তাড়াতাড়ি এই কাজ শুরু হয় সেই দিকেই তাকিয়ে অশোকনগরবাসী।