প্রধানমন্ত্রীকে বিপর্যস্ত গ্রামবাংলার ছবি দেখিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও খারাপ পরিস্থিতির ছবি তুলে তা গ্রামবাসীদের সামনেই মুখ্যমন্ত্রীকে পাঠালেন বিধায়ক শওকত মোল্লা। আমফানে বিস্তীর্ণ এলাকায় বাড়ি ভেঙেছে, ছাউনি উড়েছে, বিদ্যুৎহীন অবস্থা এবং মাতলা নদীর বাঁধ ভেঙেছে। ফলে নদীর নোনা জল ঢুকে গিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত করেছে। তাই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে বিধ্বস্ত এলাকার ছবি মোবাইলে তুলে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েই সেই ছবি পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
দক্ষিণ ২৪ পরগণায় আমফানের তাণ্ডবে মাতলা নদীর বাঁধ ভেঙেছে। ফলে ক্যানিংয়ের পূর্ব বিধানসভার জীবনতলার বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা ফসল জলের তলায়, গ্রামের পর গ্রাম জলমগ্ন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মাথার ওপর ছাদ হারিয়েছেন অনেকে। তার উপর এই পরিস্থিতিতে দিশেহারা কয়েকশো মানুষ। ভাঙড় বিধানসভা এলাকায় সাংসদ মিমি চক্রবর্তীও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন আরাবুল ইসলাম এবং দলের কর্মীরা।
জানা গিয়েছে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান বিধায়ক। অসহায় মানুষগুলিকে সাহায্য করতে একেবারে অন্য ভূমিকা নিলেন তিনি। বিধ্বস্ত এলাকার ছবি তুললেন, এরপর সেই ছবি গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েই পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই ছবি পাঠিয়ে দেন তিনি।