জেলা লিড নিউজ

বিধায়ক পার্থ ভৌমিক পেলেন পূর্ণ মন্ত্রীত্ব, আনন্দে মাতলেন কাঁচরাপাড়া তৃণমূল কর্মী-সমর্থকরা

বুধবার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মন্ত্রী হলেন। রাজভবনে পার্থ ভৌমিক শপথ বাক্য পাঠ করার পর বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মাতলেন কাঁচরাপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভা সিআইসি কাউন্সিলর দিলীপ ঘোষ আইএনটিটিউনসির কাঁচরাপাড়ার সভাপতি তন্ময় ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

পাশাপাশি, আজ রাজ্য মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নৈহাটীর বিধায়ক পার্থও ভৌমিক। তাঁকে সেচ ও জলপথ দপ্তরের পূর্ণ মন্ত্রীত্ব দেওয়া হল। এরপর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে উৎসবের আমেজ। কয়েকদিন আগেই ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার জেলা সভাপতির পদ থেকে পার্থ ভৌমিককে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারপরই আজ রাজ্য মন্ত্রিসভায় তাঁকে মন্ত্রিত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নৈহাটির বিধায়ক মন্ত্রী হওয়ার পরই ভাটপাড়া বিধানসভার ৯ নং ওয়ার্ডে জেলা পরিবহন সদস্য প্রিয়াঙ্গু পান্ডের নেতৃত্বে তাকে অভিনন্দন-অভ্যর্থনা জানানো হয়। এলাকাজুড়ে বাজি ফাটিয়ে এবং মিষ্টিমুখ করে তাদের প্রিয় নেতা পার্থ ভৌমিকের মন্ত্রিত্বের জন্য তারা তাদের আনন্দ প্রকাশ করেন।