জেলা ব্রেকিং নিউজ

নাচছেন বিধায়ক, ভাইরাল ভিডিও

অপ্রকৃতস্থ অবস্থায় নাচছেন বিধায়ক, তাঁকে সামাল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ এমন দৃশ্য দেখে আনন্দ পাচ্ছেন দর্শকেরাও। মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়ের এমন একটি ভিডিও।

শুক্রবার ময়নাগুড়ির ধরাইকুড়ি এলাকার কালীপুজো উপলক্ষে উদ্যোক্তাদের তরফে জলসার আয়োজন করা হয়৷ সেখানেই আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি মঞ্চে উঠে গান, বাজনার তালে তালে নাচতে শুরু করেন। তিনি যে অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছেন, তা দর্শকদেরও নজর এড়ায়নি৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে তাকে সামলানোর চেষ্টা করছেন।

যে ভিডিও-কে কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি৷ এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এ বিষয়ে বিজেপি-র এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷