পঞ্চায়েত নির্বাচনের এখনো অনেকটাই দেরি রয়েছে। কিন্তু বর্তমানে শাসক বিরোধী আক্রমণ পালটা আক্রমণে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলর বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়ে আক্রমণ শানাতে দেখা গিয়েছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। কটাক্ষ করে বেঁধেছেন অনেক গানও।
এবার পঞ্চায়েত ভোটে ভোট লুঠ রুখতে বাসিন্দাদের বাড়িতে বাড়িতে পাঁচ কিলো করে লঙ্কার গুঁড়ো রাখতে বললেন তিনি। কেউ ভোট লুট করতে আসলে তাদের চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেন অসীম।
রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজারে ১৩ তারিখের বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে পথসভায় এসে এমনই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বিধায়ক বিশ্বজিৎ দাসের উদ্দেশ্যেও কটাক্ষ করেন।
ভোট লুঠ করতে আসলে বাড়িতে বাড়িতে লঙ্কার গুঁড়ো রাখা প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, উত্তরপ্রদেশ, ত্রিপুরাতে এমন ভাবে ভোট করতে আমরা দেখলাম। বাংলার ভোট শান্তিপূর্ণভাবে ভোট হয় কোন ভোট লুঠ হয় না। যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমনভাবে ভোট চলে, সেটাই ওরা বাংলার ক্ষেত্রে ভাবছে। বিশ্বজিৎ দাসকে উদ্দেশ্য করে অসীম সরকারের গান প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন “কুকুরের কাজ কুকুর করেছে। কামড়ে দিয়েছে পায়ে। তাই বলে কি মানুষ হয়ে কুকুরকে কামড়ানো যায়।”