দেশ ব্রেকিং নিউজ

‘‌বিজেপি বিরোধী জোট গড়ে তুলুন’‌

সর্বভারতীয় স্তরে সেই অর্থে বিজেপি বিরোধী কোনও সর্বজনগ্রাহ্য রাজনৈতিক শক্তি এখনও দানা বেঁধে ওঠেনি। তাই বিজেপি বিরোধী একটি সর্বভারতীয় জোটের প্রয়োজন। এবার সেই কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে শুনিয়ে দিলেন এম কে স্ট্যালিন। ২০২৪ সালে ফের লোকসভা নির্বাচন। তাই তাকেই পাখির চোখ করে এগোনো উচিত বলে মনে করছেন এই দক্ষিণী নেতা।
একটা জোট যে জরুরি, সে কথাই ব্যক্ত হল ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিনের কণ্ঠে। কেন্দ্রীয় স্তরেও তেমন একটি বিজেপি বিরোধী জোট গড়ার জন্য কংগ্রেসে সাংসদ রাহুল গান্ধীকে আহ্বান জানালেন স্ট্যালিন। যদিও এখনও রাহুল এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, তামিলনাড়ুতে এই জোট হয়েছে। তামিলনাড়ু বিধানসভার ভোট আগামী ৬ এপ্রিল। নির্বাচনী জনসভা করে স্ট্যালিন বলেন, ‘‌সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী শক্তির কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে দেশের। এর বিরুদ্ধে দেশকে রক্ষা করা রাহুলের। বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে একটি জোট গঠনের জন্য কংগ্রেস নেতার এখনই পদক্ষেপ করা উচিত।’‌
এদিন স্ট্যালিনের দাবি, বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে বিজেপি। তাঁর বিশ্লেষণ, গত লোকসভা ভোটে ৩৭ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। যার অর্থ, ৬৩ শতাংশ মানুষই বিজেপির বিরুদ্ধে। তবে সেই ভোট বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। এই ভোটটা এক জায়গায় জড়ো করার লক্ষ্যেই তিনি চান বিজেপি বিরোধী শক্তিগুলি একত্রিত হোক।