বিধানসভা নির্বাচনে কি বিজেপির হয়ে ভোটে লড়বেন মিঠুন চক্রবর্তী? গত রবিবার মোদীর মঞ্চে মিঠুন বিজেপিতে যোগদান করার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু ধোঁয়াশা কাটাননি মিঠুন নিজেও। শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বললেন না বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। তিনি বলেন, ‘মিঠুনদাকে ভোটে দাঁড়াতে অনুরোধ করা হয়েছিল। তিনি রাজি হননি।’ উল্লেখ্য, নির্বাচনী লড়াইয়ে আগ্রহী নই। তবে মোদীর হাত শক্ত করতে চাই। ব্রিগেডের দিন এমনটাই বলেছিলেন মিছুন চক্রবর্তী।
বিজেপিতে যোগদানের পর থেকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তবে কি মিঠুনই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? তিনি কি ভোটে লড়বেন? এরকম নানা প্রশ্ন উঠতে থাকে দলের অন্দরেই। তার পর সপ্তাহ ঘুরতে চললেও তার কোনও নির্দিষ্ট জবাব নেই বিজেপির কাছে। বিজেপির মুখ কে? তা নিয়ে প্রশ্ন ছিলই। অন্যদিকে শুরু থেকেই বিজেপি জানিয়েছিল, অন্য কেউ নন বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ হতে চলেছে। তবে সে কে তা স্পষ্ট করেনি বিজেপি। আর এবার কৈলাসের মন্তব্য জল্পনা ফের উস্কে দিয়েছে। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি।
যদিও দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে মিঠুন তাঁর নির্বাচনে লড়া নিয়ে বলেন, ‘দল যা সিদ্ধান্ত নেবে তাই করবো। আমি এখানে নেতা হতে আসিনি।’ বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান মিঠুন চক্রবর্তী। বিজেপি-তে যোগদানের দু’দিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সুরক্ষা দেওয়া হল তাঁকে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। রাজনৈতিক মহলের মতে, মিঠুনকে দলে যোগদান করালেও এখনো তাঁকে নিয়ে রণনীতি ঠিক করতে পারেনি বিজেপি।